স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার বাবুরহাটের জনগুরুত্বপূর্ণ এলাকাকে নিরাপদ রাখতে সিসি ক্যামেরার আওতায় আনতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মডেল থানা কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়ক মোড়ের রাফি প্লাজায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, বাবুরহাট এলাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ এলাকাকে নিরাপদ রাখতে সিসি ক্যামারার আওতায় আনা জরুরি। এ এলাকায় প্রায় ২ হাজার ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, স্কুল, কলেজ, কয়েকটি ব্যাংক, বিসিক শিল্প অঞ্চল রয়েছে। এ এলাকা দিয়ে চাঁদপুরসহ এর আশেপাশের কয়েকটি জেলার মানুষ ঢাকা ও কুমিল্লায় যাতায়াত করে। বিভিন্ন সময়ে বাবুরহাট-পেন্নাই সড়কের মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রশাসন চায় সবাই যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে। কোন যাত্রী যেন হয়রানির শিকার না হয়। ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি রোধকল্পে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সময় আরো বক্তব্য রাখেন মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. খান বাহাদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার কর রামু, ব্যবসায়ী মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. মনির হোসেন গাজী, বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আলহাজ মো. দেলোয়ার হোসেন ঢালি, মো. দেলোয়ার খান, সাবেক সহ-সভাপতি মো. ছায়েদ গাজী, কল্যাণপুর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক এম এম কামাল, রাফি প্লাজার পরিচালক মো. কবির হোসেন মিজি, জিন্টু সুপার মার্কেটের পরিচারক মো. জিন্টু মাল, মো. মনির মিজি, মো. জসিম মাল, মো. হোসেন তহবিলদার প্রমুখ।
০৮ আগস্ট, ২০১৯।