স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান ঢালী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলাম আহসান, নূর মোহাম্মদ বাবু মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম তালুকদার, সাবেক সভাপতি মো. ফারুক, যুবদল নেতা ইব্রাহিম হোসেন শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাউছার, সাধারণ সম্পদক হাবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক কাউছার মিয়াজী, ছাত্রনেতা নয়ন ঢালীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ জুলাই, ২০১৯।