বালিয়ায় মশা নিধন কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে ইউনিয়ন পরিষদ। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী ইউনিয়ন পরিষদ থেকে মশা নিধনের কার্যক্রম শুরু করেন। নিজস্ব অর্থায়নে মশার ঔষধ ছিটানোর স্প্রে মেশিন ক্রয় করে ও ঔষধ ক্রয় করে তিনি নিজেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ফরক্কাবাদ বাজার এলাকায় তা স্প্রে করে মশা নিধনের কার্যক্রম শুরু করেন।
চেয়ারম্যান জানান, আমরা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মেশিন ও ঔষধ ক্রয় করে তা আমাদের ইউনিয়ন এলাকায় স্প্রে করছি। দেশব্যাপী যে হারে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তা থেকে বালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডবাসীকে রক্ষা করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই আমাদের ইউনিয়ন থেকে যেন কোন ব্যক্তি এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়।
এ সময় ইউপি সচিব মুনছুর আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

১১ আগস্ট, ২০১৯।