বিএনপি আ.লীগের মতো পুলিশনির্ভর রাজনৈতিক দল নয়

চাঁদপুরে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবসের আলোচনা সভা

এস এম সোহেল
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, শহর যুবদলের সভাপতি আহ্বায়ক শাহানুর বেপারী শানু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝিসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তরা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। কোন সংলাপ করে লাভ হবে না। এই দানব সরকারকে আন্দোলন ছাড়া হটানো যাবে না। সংলাপে শেখ হাসিনা মিথ্যাচার করেছে। বলেছে সভা সমাবেশে কোন বাধা প্রদান করবে না। কিন্তু আজ মিটিংয়ে পুলিশ নেতাকর্মীদের বাঁধা প্রদান করছে। নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না। এটা কেমন গণতন্ত্র। বাঁধা প্রদান করে কতজন নেতাকর্মীকে পুলিশ আটকে রাখবে। জনমানুষের জনস্রােত আটকিয়ে রাখা যাবে না। বিএনপি আওয়ামী লীগের মতো পুলিশনির্ভর রাজনৈতিক দল নয়। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল।
বক্তারা বলেন, জাতীয় ঐক্যজোটে যোগদান মাত্র শুরু হয়েছে। জনগণ মাঠে নামলে শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবে না। এখনও সময় আছে নিরপেক্ষ অধীনে নির্বাচন দিন। জনমত যাচাই করুন। উন্নয়নে যখন জোয়ার বইছে তখন ক্ষমতা হারানোর এতো ভয় কেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। জনগণ অনেক সহ্য করেছে। এবার প্রতিবাদের সময় এসেছে। রাজপথেই সমাধান কথা হবে।