এস এম সোহেল
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ শীর্ষক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেটকে গুরুত্ব দিচ্ছে। বিকল্প বাজের খসরা থেকে আগেও অনেক বিষয় গ্রহণ করেছে, আশা করি এবছর আরো বেশি গ্রহণ করবে। এ প্রচেষ্টা আমাদের একার নয় আপনাদের সবার। আপনাদের গুরুদায়িত্ব রয়েছে। আশা করি আপনারা আপনাদের পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতি একটি সুসংগঠিত সংগঠন। এটির কার্যক্রম ইতিমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। আজকে এ সমিতি যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তা থেকে শেখার ও গ্রহণ করার অনেক কিছু আছে। সরকারের বাজেট যাতে জনকল্যাণমুখী হয়, সেজন্যে বাংলাদেশ অর্থনীতি সমিতি বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকে।
বিকল্প বাজেট প্রস্তাবনার ছায়া বাজেট তুলে ধরেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দা নাজমা পারভীন পাপড়ি ও নেছার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
সংবাদ সম্মেলনে প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর উমেশ চন্দ্র লোধ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জালাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদস্য পার্থনাথ চক্রবর্তী, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ম্যানেজার সুমন রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনসহ জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, একইদিন এ বাজেট প্রস্তাবনা উপলক্ষে চাঁদপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, টাংগাইল, ঠাকুরগাঁও, রাজশাহী, খুলনা, দিনাজপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, নড়াইল, নোয়াখালী, পঞ্চগড়, পাবনা, ফেনী, ফরিদপুর, বান্দরবান, বরিশাল, রংপুর, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও সিলেট জেলায় একযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- Home
- প্রথম পাতা
- বিকল্প বাজেট প্রস্তাবনা বিষয়ে সংবাদ সম্মেলন