বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
ফরিদগঞ্জে মতবিনিময় সভা করেন ড. শামছুল হক ভূঁইয়া এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভোটাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আজাদ, গুপ্টি ইউপি চেয়ারম্যান বাবুল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শামছুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী নিজের হাতে সুইচ বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করেন। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। কিন্তু এই সম্পদ সঠিক হারে ব্যবহারের দায়িত্ব আমাদের সবার। আপনারা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হবেন। মনে রাখবেন, আপনার সাশ্রয়কৃত একটু বিদ্যুৎ অন্যের ঘরে আলো জ্বালাবে।
উল্লেখ্য, সম্প্রতি ভোটাল গ্রামে প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়।
