বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাইমচরে বিএনপির আলোচনা সভা

সাহেদ হোসেন দিপু
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। এসময় নেতৃবৃন্দ বলেন, এ দিনের তাৎপর্যের উপর ভিত্তি করেই আগামি দিনের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে গতিশীল করাসহ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির আন্দোলনকে গতিশীল করতে হবে।
তারা বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামিকাল হতে ঐক্যফ্রন্টের যেসব কর্মসূচি ঘোষণা করা হবে তা চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হাইমচর উপজেলা বিএনপির সব নেতা কর্মী সেসব আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গতকাল বুধবার বিকেল ৪টায় আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন মাস্টার, উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন, হাইমচর সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাফিজ মাতাব্বর, উপজেলা কৃষক দলের সভাপতি আবু তাহের সরদার, উপজেলা যুবদল নেতা আলী-আকর টেলুসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।