বিভিন্ন ওয়ার্ডে আ.লীগ প্রার্থীর নির্বাচনী পথসভা

মতলব দক্ষিণে বিপুল ভোটে নৌকার জয় হবে, ইনশাআল্লাহ
………..ডা. জে আর ওয়াদুদ টিপু

মাহফুজ মল্লিক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু বলেছেন, আগামি ২০ অক্টোবরের উপ-নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে। শুক্রবার (১৬ অক্টোবর) মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণের স্বতস্ফূর্ত উপস্থিতি দেখে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের মাঝে তুলে ধরতে পারলে ইনশাআল্লাহ নৌকা মার্কায় ভোটের অভাব হবে না। প্রতিপক্ষ পরাজিত হবে এবং তার জামানত হারাবে। মতলববাসীর প্রতি জোর দাবী রেখে বলেন, ২০ তারিখের নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নৌকা মার্কায় ভোট দিবেন। আপনাদের একেকটি ভোটে নৌকার বিজয় নিশ্চিত হবে। নৌকার বিজয় হলে মতলবের চেয়ারা পাল্টে যাবে। আপনাদের প্রিয় মানুষ সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাংসদ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের সমন্বয়ে মতলবের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ের নৌকা উপহার দেবেন, বিনিময়ে তিনি মতলব দক্ষিণ উপজেলা উন্নয়নের প্রতি দৃষ্টি রাখবেন। বক্তব্যের শুরুতে ডা. জে আর ওয়াদুদ টিপু মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এবং যার মৃত্যুর কারণে আজকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মরহুম এএইচএম গিয়াস উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পথসভায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দেওয়ান রেজাউল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মনির ভূঁইয়া, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম নোমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, কৃষি ও সমবায় সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মনির হোসেন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লেয়াকত আলী প্রধান, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা তৌফিক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুল কাইয়ুম খান, আওয়ামী লীগ নেতা কালাম মিয়াজী, লোকমান হোসেন বাবুল, কমল পোদ্দার, আনোয়ার সরকার, তাফাজ্জল হোসেন, হানিফ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহফুজ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, ভিপি আতাউর রহমান, আল ইমরান চৌধুরী, পারভেজ দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, যুবলীগ নেতা আহসান মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, তামিম হোসেনসহ মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
১৮ অক্টোবর, ২০২০।