মতলব দক্ষিণে তারুণ্যের উৎসবে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

তারুণ্যের উজ্জীবিত জয়গানে বাংলাদেশ এগিয়ে যাবে
……..যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

সফিকুল ইসলাম রিংকু
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে তরুণ সমাজ। আজ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই পেয়েছি নতুন বাংলাদেশ। আগামি দিনে তরুণ সমাজকে এগিয়ে নিতে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, তারুণ্যের উজ্জীবিত জয়গানে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আজ যে অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের পর্যায়ক্রমে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। আজ যে তিনটি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করছি, আপনারা সেসব শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে তুলবেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯৮৬ বিসিএস প্রশাসন ব্যাচের জাকির হোসেন কামাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ মো. জোবায়েদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা।
এর আগে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী আনুষ্ঠানিকভাবে উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমি, ডিউড্রফ ইন্টারন্যাশনাল স্কুল ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

০৫ জানুয়ারি, ২০২৫।