সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে
…………ড. আইয়ুব আলী
সফিকুল ইসলাম রিংকু
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব আলী বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ এবং সমান সেবা দিতে হবে। জনগণের সেবার জন্য সবসময় কর্মকর্তাদের দরজা খোলা রাখতে হবে। সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো. হাফিজুর রহমান ভূঞা, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান।
এসময় উন্মুক্ত আলোচনায় জনপ্রশাসন সংস্কারে মতামত ব্যক্ত করেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশীদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. সফিকুল ইসলাম সাগর, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন সরকার, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, মতলব সরকারি কলেজের অধ্যাপক আইননুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল, সাংবাদিক আরিফ বিল্লাহ, মোজাম্মেল প্রধান হাসিব, শিক্ষক জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মামুন অর রশীদ প্রমুখ।
০৮ জানুয়ারি, ২০২৫।