চাঁদপুরে সপ্তসুর সংগীত একাডেমির আয়োজনে
স্টাফ রিপোর্টার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সপ্তসুর সংগীত একাডেমি শুক্রবার সকালে নিজস্ব র্কাযালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট সংগীত শিল্পী রূপালী চম্পকের সভাপত্বিতে আলোচনায় আংশ নেন সাহিত্য একাডেমির মহাপরিচালক সাংবাদিক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংস্কৃতিক সংগঠক শরীফ চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন প্রমুখ।
পরে সপ্তসুর সংগীত একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। এতে অংশ নেয় রূপালী চম্পক, মানষী চক্রবর্তী, তৃষ্ণা বণিক, অর্পণা দাস সম্পা, অর্পিতা বণিক মোনা, তৃণা সাহা, লিও দাস, পূর্ণতা প্রাপ্তি, পৃথিবী দাস, সুপ্রিয়া সাহা ও তৃষা।
এসময় একাডেমির কর্মকর্তা, শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন একাডেমির শিল্পী বাঁধন চক্রবর্তী।