বোয়ালিয়া সপ্রাবিতে অ্যাড. আল আমিন উজ্জ্বল সভাপতি নির্বাচিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ১২১নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অ্যাড. আল আমিন হোসেন (উজ্জ্বল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি গঠনকল্পে গত ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আহিজল মুন্সী। সভা পরিচালনায় করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী হিসেবে চাঁদপুর জজ কোর্টের অ্যাড. মো. আল আমিন হোসেন উজ্জ্বলের নাম প্রস্তাব করেন অভিভাবক প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন এবং সমর্থন করেন সদস্য রনজিৎ কর ও দুলালী বেগম। সভাপতি পদে আর কোনো প্রার্থীর নাম প্রস্তাব না থাকায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাড. মো. আল আমিন হোসেন (উজ্জ্বল) সভাপতি নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন নারী বিদ্যোৎসাহী সদস্য দেবশ্রী ভট্টাচার্য, অভিভাবক সদস্য রীনা বেগম, শিক্ষক প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার।
অ্যাড. মো. আল আমিন হোসেন (উজ্জ্বল) বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। অ্যাড. মো. আল আমিন হোসেন (উজ্জ্বল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমীন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৯ সেপ্টেম্বর, ২০১৯।