ব্যবসায়ী ও সমাজসেবক রিপন মিজির দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদী বড় মিজি বাড়ির ঢাকা তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ফ্রেন্ডস্ ট্রান্সপোটের পরিবহন ব্যবসায়ী, আন্তর্জাতিক সেবা সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মিঠুন ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য, তরুণ সমাজসেবক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৬/৯৭ ব্যাচের ছাত্র মো. রিপন মিজি (৩৮) আর বেঁচে নেই। ঢাকায় গত ১৬ জানুয়ারি গভীর রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ও ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রিপন মিজির মৃত্যুর খবর বাবুরহাট এলাকায় ছড়িয়ে পরলে সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। জীবন দশায় পরোপকারী সৎ ও সদালাপী ও ধার্মিক মানুষ ছিলেন।
গতকাল রোববার দুপুর ২টায় রিপন মিজির জানাযা ও দোয়ায় অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন শেখ, প্রবিন শিক্ষক মোতালেব মিজি, ব্যবসায়ী মান্নান মিজি, চাকরিজীবী মো. জসিম মিজি, ব্যবসায়ী ইমাম হোসেন, হুমায়ুন মিজি, মো. জিল্লুর রহমান, মো. মানিক মিজি, মো. জুয়েলসহ এলাকার মুসল্লিরা। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে রিপন মিজির অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মিঠুন ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পলাশ কুমার দে, সহ-সভাপতি মো. আ. মমিন মিতু, শামীম আহমেদ, আ. খালেক গাজী মিন্টু, সাধারণ সম্পাদক মো. আ. করিম হাওলাদার, সদস্য মো. কাকন খান, বারেক খান, হেলাল খান, চন্দন দে, জি এম সাইফুল ইসলাম, মামুন খান, সাগর আচায্য, মামুন মাল প্রমুখ।
১৮ জানুয়ারি, ২০২১।