মতলবগঞ্জ পাইলট বালিকা উবি’র ১১ জন প্রার্থীর মধ্যে বৈধ ১০

ম্যানেজিং কমিটির নির্বাচনে

মতলব দক্ষিণ ব্যুরো
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে দাখিলকৃত ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে প্রিজাইডিং অফিসার। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে প্রার্থীদের মানোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীতা বৈধ ও ১ জনের বাতিল ঘোষণা করেন প্রিজাইডিং মো. আ. রহিম খান। বাতিলকৃত প্রার্থী হলেন-আব্দুল কুদ্দুস সরকার।
এছাড়া বৈধ ১০ জন প্রার্থীরা হলেন- মো. জাকির হোসেন প্রধান, চন্দন সাহা, পারভেজ চৌধুরী হানিফ, জসিম উদ্দিন মিয়াজী, মো. সফিক মল্লিক, রিপন পাটোয়ারী, রেজাউল করিম, মো. নাজমূল হক, আবু শাহ্রিয়ার মো. ফয়সাল এবং নারী অভিভাবক প্রতিনিধি প্রার্থী জেসমিন খানম ও শাহিনা বেগম।
আগামি ১১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৩৯ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।