মতলব উত্তরে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ


১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগ সরকার যুগের সাথে তাল মিলিয়ে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীকে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করছেন। এর ফলে শিক্ষকরা মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারছেন। এতে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে উৎসাহিত হচ্ছে।
গতকাল বুধবার মতলব উত্তর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিনামূল্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যত্ন সহকারে যথাযথভাবে নিজ নিজ স্কুলে ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহসীন মিয়া মানিক, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার লাভলী।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, কমিশনার আ. মান্নান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম।
উল্লেখ্য, মতলব উত্তরে ১০৭টি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।