মতলবে নিখোঁজ শিশুকে মায়ের কাছে হস্তান্তর করলো পুলিশ


মেহেদী হাসান সরকার
নিখোঁজ শিশু মনির হোসেনকে মায়ের কাছে হস্তান্তর করলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, গত ৩ দিন আগে মনি বেগমের ৩ মাসের সন্তান নুর নবী মারা যায়। মায়ের এই শোকের মাঝখান থেকে তার বড় ছেলে মো. মনির হোসেন (৭) বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এই শিশুটিকে মতলব দক্ষিণ থানার লঞ্চঘাটে পেয়ে তিনি ছেলেটিকে নিজ হেফাজতে রাখেন। স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়। গত ২২ মার্চ নারায়নগঞ্জের বন্দর থানা পুলিশের সহায়তায় মা মনি বেগমের কাছে শিশু ছেলেটিকে হস্তান্তর করা হয়।
এতে মা মনি বেগম শিশু সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মতলব দক্ষিণ থানা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।