মতলবে বিরোধ নিষ্পত্তি করলেন এএসপি আহ্সান হাবীব

৬ বছরের বিরোধ ৬ মিনিটে

মাহ্ফুজ মল্লিক
স্বামী-স্ত্রীর ৬ বছরের দাম্পত্য ও পারিবারিক জীবনের নানা কলহের অবসান হলো মাত্র ৬ মিনিটে। এতে পক্ষদ্বয় সন্তোষ প্রকাশ করেন এবং হাসি-খুশিভাবে বাড়িতে ফিরে গেলেন। স্বামী-স্ত্রী ও পরিবারদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির কাজটি করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবীব। গতকাল সোমবার বেলা পৌনে ১২টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার কার্যালয়ে এ নিষ্পত্তির ঘটনাটি ঘটে।
জানা যায়, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বালূচর গ্রামের মৃত রুহুল আমিন মোল্লার ছেলে মো. মুক্তার হোসেন মোল্লার সাথে একই ইউনিয়নের উত্তর ঠেটালিয়া গ্রামের নাজমা বেগমের ৬ বছর আগে বিয়ে হয়। বিয়ের ৫-৬ মাস তাদের দাম্পত্য জীবন সংসার সুন্দরভাবে গেলেও পরবর্তীতে শুরু হয় স্বামী কর্তৃক স্ত্রীর উপর নানা প্রকারের নির্যাতন। স্বামী-স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দোষারোপ। এ নিয়ে স্থানীয়ভাবে ১৫ থেকে ২০টি সালিস হয়। সালিস বৈঠকেও কোনো নিষ্পত্তি না হওয়ায় এবং এলাকায় ন্যায়বিচার না পেয়ে স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ১ মাস আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাসের কাছে তার স্বামীকে প্রধান আসামি করে আরো কয়েকজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপারের বদলিজনিত কারণে অভিযোগটি সমাধান হয়নি। বর্তমান সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব ওই অভিযোগটির বিষয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় তার কার্যালয়ে উভয়পক্ষকে নিয়ে বৈঠক বসেন। বাদী ও বিবাদী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউপি সদস্য গোলাম নবী খোকন ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলালসহ বেশ কয়েকজনের স্বাক্ষ্য গ্রহণের পর পর্যালোচনা করে মাত্র ৬ মিনিটের মধ্যে তাদের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহ্সান হাবীব।