
কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন
….উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস
মতলব উত্তর ব্যুরো
মেঘনা-ধনাগোদা ও জাতীয় পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গত রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের উদ্যোগে এই গণসংবর্ধনা প্রদান করা হয়।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ১টি পানি ব্যবস্থাপনা কমিটি, ৬টি পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ও ৩০টি পানি ব্যবহারকারি দল এ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধিত অতিথি মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাউবো’র প্রকল্প পরিচালক রফিক উল্লাহ, পাউবো’র কুমিল্লা অঞ্চলের মুখ্য কর্মকর্তা ইনামুল হক, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পাউবো’র উপ-প্রধান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল হক ভূঁইয়াসহ কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, কৃষক প্রতিনিধি হিসেবে দেশে-বিদেশে অনেক সম্মান পেয়েছি। আমি কৃষকের প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। কৃষকদের সম্মান করলে দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এ দেশ কৃষি প্রদান দেশ, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের প্রতিটি কৃষক আমার হৃদয়ে স্থান করে রেখেছে। মতলবের সাধারণ খেটে খাওয়া মানুষের সুখে-দুঃখে থাকতে চাই। সেচ প্রকল্পের উন্নয়ন করতে সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে। অর্থ পেলে সেচ প্রকল্পের প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। নিয়মিত সেচ কর পরিশোধ করতে হবে।
১০ অক্টোবর, ২০১৯।