মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজলার শুক্রবার দুপুরে মুফতিরকান্দি গ্রামে ফেরদৌসী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিজ ঘরে বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফেরদৌসী বেগম উপজেলার মুপ্তিরকান্দি গ্রামের সফিক সিকদারের স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানালে উপ-পরিদর্শক মো. ছালাউদ্দিন লাশের সুরতহাল তৈরি করেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন জুমার নামাজ পড়তে মসজিদে গেলে ফেরদৌসী বেগম ঘরে অবস্থান করছিল। ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু