মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রদ্বীপ চন্দ্র দাস (৬০) ও কনিকা রাণী দাস (৫০) নামে দু’জন গুরুতর আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে কনিকা রাণী দাসের অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর দাস বাড়িতে সোমবার সকালে। প্রদ্বীপ চন্দ্র দাসের ভাতিজা সঞ্জয় দাস ও নকুল চন্দ্র দাস এর পরিবারের লোকজন প্রদ্বীপ চন্দ্র দাসের মাছ চাষকৃত পুকুরে মাছ ধরার জন্য গেলে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সঞ্জয় ও নকুলসহ অন্যান্য লোকজন প্রদ্বীপ ও কনিকা রাণীর উপর অতর্কিত হামলা করে। হামলায় মাথায়, চোখে-মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয় প্রদ্বীপ ও কনিকা রাণী।
এ নিয়ে প্রদ্বীপ চন্দ্র দাসের ছেলে বলাই চন্দ্র দাস বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
