ইল্শেপাড় রিপোর্ট
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে মতলব উত্তরে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক দর্জি ও মতলব দক্ষিণে বিজয়ী হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
মতলব উত্তর ব্যুরো প্রধান মনিরুল ইসলাম জানান, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ উপজেলায় ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭শ’ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক দর্জি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের গাজী মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস পেয়েছেন ১৫ হাজার ১৫৮ ভোট।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আসাদুজ্জামান। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।
মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮শ’ ২৫জন। এরমধ্যে গড় ভোট পড়েছে ২৪.০৮ শতাংশ। ৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনে ৯৯জন প্রিজাইডিং অফিসার ও ৬৬১ জন সহকারী প্রিজাইডিং অফিসারসহ পুলিং অফিসার দায়িত্ব পালন করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬ প্লাটুন বিজিবি, ৪২ র্যাব সদস্য, স্টাইকিং ফোর্স ৩, পর্যাপ্ত পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।
মতলব দক্ষিণ প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব ও সফিকুল ইসলাম রিংকুর পাঠানো তথ্যমতে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ২৬ জন। যার মধ্যে ৪৬ হাজার ৪শ’ ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ২৩.৬০%।
সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের সার্বিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানির্ং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত-কলম প্রতীকে ১৬ হাজার ৯শ’ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সৈয়দ মন্জুর হোসেন রিপন পেয়েছেন ১৬ হাজার ১শ’ ১৬ ভোট। অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ৭৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএইচএম কবির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৬১ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আসমা আক্তার (আঁখি)। তিনি ২৩ হাজার ২শ’ ৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর বেগম (শিলা মনি) পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট। মাত্র ২শ’ ২৩ ভোটের ব্যবধানে আসমা আক্তার (আঁখি) বিজয়ী হয়েছেন।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান বাদল।
০৯ মে, ২০২৪।