মতলব উত্তরে ৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজারসহ আটক ২৮

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর কোস্টগার্ডের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজারসহ আটক ২৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তারা যৌথ অভিযান করে। মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউনিয়নের বাহেরচর নামক স্থানে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে মো. চাঁনমিয়া (২৯), সুজন মিয়া (২৪), মো. আল আমিন (৩৫), মো. সফিকুল ইসলাম (৩১), ওমর ছানি (১৯), মো. কালন শেখ (৩৫), জলিল (৪১), মো. সোহাগ শেখ (৩৫), মোহাম্মদ কাউছার (৪১), মো. জিতু (২৪), মো. আবুল কালাম (৪২), মো. সিরাজ হোসেন (২৫), মো. নাজমুল (২৫), মো. লিটন হান (৪০), মো. বাইজিদ (২৮), মো. রাব্বি (২২), মো. আরাফাত শেখ (১৯), মো. মেহেদী হাসান বাবু (৩৩), মো. বরকত (২৭), মো. এনামুল হাওলাদার (২৩), রাশেদ প্রকাশ কাছেদ (২৩), মো. ইউসুফ আলী (৩৭), মো. জাহিদুল ইসলাম (৩৩), মো. কামাল হোসেন (৪৭), মো. সাইফুল ইসলাম (২৪), মো. জাহাঙ্গীর (৪৩), কুদ্দুছ মোল্লা (৩০) ও ইব্রাহিম খান (১৯) কে আটক করে।
আটক ২৮ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর, ২০২৪।