পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে
মতলব দক্ষিণ ব্যুরো
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ আছর থানা মসজিদের প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে মতলব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। রোজাদার ব্যক্তির রোজার ক্ষতি হয় এমন আচরণ করা থেকে সবাই বিরত থাকতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন থানা মসজিদের মুয়াজ্জিন মুফ্তি হাফেজ মাওলানা মহিব উল্লাহ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম উয়েসী।
উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল হক, এসআই বেলাল হোসেন, ফরিদ আহম্মেদ, এএসআই সফিকুল, শরিফ, জহির, সাইফুল, জেসমিন চাকমা, মতলব প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাহ্ফুজ মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ছাত্রলীগ নেতা নিহালসহ বাজারের ব্যবসায়ী ও সুধীজন।