মতলব দক্ষিণ ব্যুরো
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের দাবি। জনগণকে সাথে নিয়েই যুগপৎ আন্দোলনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারকে বিদায় ঘণ্টা বানানো হবে। জনগণ আর ভোট চোর হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় মতলব এনএএম টাওয়ারের কমিউনিটি সেন্টারে অবস্থা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তৈল, চিনি, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। তাই অবৈধ সরকারের সংসদ ভেঙে নির্দলীয় দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি’র যুগপৎ আন্দোলন চলবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপি নেতা বদিউল আলম বদু, পৌর বিএনপি’র সভাপতি শোয়েব সরকার প্রমুখ।
০৯ এপ্রিল, ২০২৩।