মতলব দক্ষিণ ব্যুারো
মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল মিজি (৫০) নামের এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১১টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মিজি গ্রামের মৃত খলিল মিজির ছেলে। বাবুল মিজি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য তিনি তার বাড়ির পাশের আলী প্রধানের বাড়িতে যান। ঠিক সে সময় গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুতের প্লাগ সকেটে ঢুকাতে গিয়ে আচমকা তার আঙ্গুল সকেটের ভেতর ঢুকে যায়। এতে তাঁর সমস্ত শরীর বিদ্যুতায়িত হয় এবং ধাক্কা খেয়ে তিনি ঘরের মেঝেতে পড়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লোকজন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল জানন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু