মতলব দক্ষিণে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের উপজেলা মনিটরিং কমিটির সভা

মতলব দক্ষিণ ব্যুরো
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ম পর্যায়ের মতলব দক্ষিণ উপজেলা মনিটরিং কমিটির এক সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক অমিত কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফিল্ড অফিসার অশোক বিশ্বাস প্রমুখ।