মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামী যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে উপজেলা যুবলীগ। গত ১১ অক্টোবর বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার ও সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জহিরুল ইসলাম আলেক।
এ সময় উপজেলার যুবলীগের সব যুগ্ম-আহ্বায়কদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ১৮ অক্টোবর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ২১ অক্টোবর, খাদেরগাঁও ইউনিয়নে ২৩ অক্টোবর, নারায়ণপুর ইউনিয়নে ২৫ অক্টোবর, উপাদী উত্তর ইউনিয়নে ২৮ অক্টোবর, উপাদী দক্ষিণ ইউনিয়নে ৩০ অক্টোবর এবং মতলব পৌরসভায় ৪ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর, ২০১৯।