মতলব বণিক সমিতির নেতৃবৃন্দের নির্মাণাধীন ট্রাক ও নৌযান ঘাটের নির্ধারিত স্থান পরিদর্শন


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ গত রোববার দুপুরে বাজারের পশ্চিম দিকে সাবেক ফেরি ঘাটে নির্মাণাধীন ট্রাক ও নৌযান ঘাটের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।
এসময় সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি মো. আকতার হোসেন, সমিতির সহ-সভাপতি মনির হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আবুবকর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মদন মোহন সাহা, ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন ফরাজী, মো. লোকমান হোসেনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঐ এলাকায় বাজারের ব্যবসায়ীদের জন্য ট্রাক ও নৌযান ঘাট স্থাপন করতে পারায় সমিতির সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. ফারুক সরকার সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, মতলব পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

১৫ অক্টোবর, ২০১৯।