স্টাফ রিপোর্টার
মাদক মামলার ৬ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি বাবলু ওরফে বাবুল জমাদার (৩২) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে এসআই রাশেদুজামান ও এএসআই আবু হানিফ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম মদনা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়।
আসামি বাবুল জমাদার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম মদনা গ্রামের শাহ আলম জমাদারের ছেলে।
এসআই রাশেদুজামান জানান, বাবুল মাদক মামলার জিআর ৬০৩/১৭, জিআর ৫৬৯/১৬, জিআর ৩৩৭/১৪, জিআর ৪১৮/১৭, জিআর ১১৯/১৭ এবং জিআর ২১০/১৭ মোট ৬টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, আটক বাবুলকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবুলকে আটক করায় বালিয়া ইউনিয়নের পশ্চিম মদনা গ্রামে স্বস্তি ফিরেছে এবং মিষ্টি বিতরণ করা হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মাদক মামলার ৬ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক