স্টাফ রিপোর্টার
ছোট্ট শিশু মাহিন, বয়স তার ৬ বছর ৪ মাস। চাঁদপুর শহরের তালতলা আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির মেধাবী ছাত্র। বাবা মো. ইউসুফ খান চাঁদপুর শহরের তালতলা এলাকার একজন চা-দোকানদার (পৌর পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে)।
স্বল্প আয়ের ব্যবসায়ী ইউসুফ খান দীর্ঘ ৩ বছর যাবত ছেলের কঠিন রোগের চিকিৎসা করতে গিয়ে এখন একেবারে শূন্যে এসে পৌঁছেছে। তারপরও হাল ছাড়েননি ছেলের চিকিৎসার ব্যয়ভার বহনে। ডাক্তার বলেছে, তাঁর ছেলের হৃদযন্ত্র ছিদ্র হয়ে গেছে। এই মাসের ২০ ফেব্রুয়ারির মধ্যে অপারেশন না করালে মাহিনের ২টি কিডনিই নষ্ট হয়ে যাবে। বেঁচে থাকা ঝুকিপূর্ণ হবে। বাবা ইউসুফ খান এখন দিশেহারা হয়ে পড়েছেন। আদরের সন্তান মাহিনকে কিভাবে বাঁচানো যাবে।
ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, মাহিনের অপারেশন করতে মোট ৪ লাখ টাকা লাগবে। এর মধ্যে ২ লাখ ৬০ হাজার টকো অপারেশন ফি এবং বাকি টাকা ঔষধে খরচ হবে। মাহিনের বাবা ইউসুফ খানের পক্ষে এই বিরাট অংকের টাকা সংগ্রহ করে ব্যয় করা অসম্ভব হয়ে পড়েছে।
তাই তিনি সমাজের বিত্তবান, দানশীল সমাজসেবক লোকজনের কাছে সাহায্যের আবেদন করেছেন পত্রিকার মাধ্যমে। একটি নিষ্পাপ মেধাবী শিশুকে বাঁচাতে সবার এগিয়ে আসা উচিৎ মনে করছেন সচেতন মানুষ।
সাহায্য পাঠাবার ঠিকানা ঃ ইউসুফ খান, জনতা ব্যাংক, বিপণীবাগ শাখা, চাঁদপুর। হিসাব নং- ০১০০০৪০৬১২৯৩৩। মোবাইল নং-০১৮১২৭৩০৩৩৫।


