মতলব উত্তর ব্যুরো
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজের নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল বের হয়।
গতকাল রোববার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর পরিচালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটুু মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পদাক জাকির খান, পৌরসভার প্যানেল মেয়র হাজি রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর বোরহান উদ্দিন, আবদুল মান্নান বেপারী, শাহাদাৎ হোসেন ঢালী খোকন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শাহআলম প্রধান, চাঁন মিয়া সরকার, আহসান উল্লাহ দর্জি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল আলম রিপন, যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা শামীম প্রধান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল-ইমরান প্রধান, সহ-সভাপতি খোরশেদ আলম অপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, ছাত্রলীগ নেতা সুমন বেপারী, নূরে আলম নয়নসহ নেতৃবৃন্দ।
