জেলা যুবলীগের আহ্বায়ক
স্টাফ রিপোর্টার
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মনোনয়ান পত্র সংগ্রহ করেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া।
চাঁদপুর জেলা যুলীগের আহ্বায়ক আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ পর বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নির্মানের রূপকার শেখ হাসিনার নির্দেশনায় ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাধক ও শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনি এমপি চাঁদপুর-হাইমচর-৩ সংসদীয় আসনে উন্নয়নমূলক কাজগুলোকে গতিশীল রাখতে তিনি আজীবন কাজ করে যাবেন বলে জানান।
তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আজীবন সাংগঠনিক কার্যক্রম করে গেছেন এবং আগামিতেও করে যাবেন বলে জানিয়ে এক বার্তায় দলের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।