মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মো. ছাখাওয়াত উল্যাহ যোগদান করেছেন। এর আগে তিনি ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ১৯ নভেম্বর নিয়োগ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলে ওই দিনই গভর্নিং বডির সভায় এ নিয়োগ অনুমোদন করে তার কাছে নিয়োগপত্র তুলে দেন। গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে স্কুলের গভর্নিং বডির সদস্যদের কাছে যোগদান পত্র জমা দিয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ নবাগত প্রধান শিক্ষক মো. ছাখাওয়াত উল্যাহকে ফুল দিয়ে বরণ করেন।