
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গতকাল রোববার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এ ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর রফিক বলেন, সুখি ও সমৃদ্ধ দেশ গঠনে সু-শিক্ষা এবং কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–ুয়া, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ড. জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, জাকির হোসেন লিটু, মির্জা জলিলুর রহমান দুলাল, রফিকুল ইসলাম ও খোরশেদ আলম বকাউল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত মিছিল করেন দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবলীগ। মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা শাহজাহান সিরাজ, জুলহাস মোল্লা, সোহেল প্রধানীয়া ও শাহাব
উদ্দিনসহ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ অক্টোবর, ২০১৯।
