প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলার প্রতিষ্ঠিত রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন রংধনুর সভাপতি ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।
সভায় রংধনুর সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইয়াহিয়া কিরন, সহ-সভাপতি রাজীব সাহা, রিপন সরকার, রনি আলম চৌধুরী বাপ্পী, রাশেদুল ইসলাম রাব্বী, আহসান খান জুয়েল, রুমানা আক্তার, শাহাজান খান প্রমুখ।
এসময় সাধারণ সম্পাদক বিগত কমিটির আয় ব্যয় উত্থাপন করেন এবং সভাপতি হারুন আল রশীদ বর্তমান কমিটির বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। এছাড়া ১১তম ইলিশ উৎসবের নৃত্য অনুষ্ঠানের চূড়ান্ত পর্যালোচনা হয়।
সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে হারুন আল রশীদকে সভাপতি ও রনি আলম চৌধুরী বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ কমিটির অনুমোদন দেয়া হয়।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইয়াহিয়া কিরন, সহ-সভাপতি রাজীব সাহা, মেহেদী হাসান জীবন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বী, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, কোষাধ্যক্ষ সম্পাদক রুমানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান খান জুয়েল, দপ্তর সম্পাদক শাজাহান খান, নৃত্য সম্পাদক খাদিজা আক্তার লিমু। কার্যনির্বাহী সদস্যরা হলেন- ফারজানা আক্তার, ইসপিকা জাহান সামান্তা, রফিকুল ইসলাম রাজু ও মোবারক হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রীতি, নদী, ঝর্না আক্তার, খুশি, রুবা, রুবি, অথৈ, মরিয়ম, অর্না, মুন্নি, আহমেদ সাগর ও মো. আরিফ।
৩ আগস্ট, ২০১৯।