রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের নব-নির্মিত ভবন উদ্বোধন

সমাজে শিক্ষার আলো প্রজ্জ্বলিত করে তুলতে আমাদের এগিয়ে আসতে হবে
……….. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর

এম. সাইফুল মিজান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কে সরকারিকরণ করতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হবে। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের পর যদি কচুয়ায় আর একটি কলেজও যদি সরকারিকরণ করা হয়, তাহলে সেটি হবে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ। এই কলেজটি বাংলাদেশের স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ সেকান্দর আলী (প্রাদেশিক পরিষদ সদস্য) তৎকালীন সময়ে চরম রাজনৈতিক বৈরী পরিবেশে এই কলেজ স্থাপনের উদ্যোগ নিয়ে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। এলাকাবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করে অনগ্রসর সমাজকে এগিয়ে নেওয়াই ছিল তাঁর মহান উদ্দেশ্য। শিক্ষার প্রসারে তিনি এক অগ্রপথিক। এ মহান ব্যক্তির প্রদাংক অনুসরন করে সমাজে শিক্ষার আলো প্রজ্জ্বলিত করে তুলতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে প্রতিষ্ঠিত এই কলেজটি শিক্ষার প্রসারে বাতিঘর হিসেবে গড়ে তুলতে এই কলেজের শিক্ষক, পরিচালকমন্ডলী ও শিক্ষার্থীদের আন্তরিক হবে। শিক্ষার মান বাড়াতে আরও তৎপর ভূমিকা নিতে হবে। শিক্ষার মান বাড়ানো না হলে কলেজ সরকারিকরণ করা হবে নিরর্থক।
তিনি বুধবার (১ ডিসেম্বর) কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট নব-নির্মিত ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন।
একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের খিড্ডা- দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কচুয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, কচুয়া ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ফারুক আহেম্মদ প্রধান, কাজী জহিরুল আলম টগর, ফয়েজ উল্ল্যাহ ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উজানী-বরুচর-নাহারা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি। তাছাড়া ড. মুনতাসির মামুন ফাতেমা ট্রাস্টের অর্থায়নে অস্বচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

০২ ডিসেম্বর, ২০২১।