রাজাকারের তালিকা তৈরির জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে: মুহম্মদ শফিকুর রহমান এমপি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায়

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নি। স্বাধীনতার ৪৯ বছর পরও আমরা যারা এখনো বেঁচে আছি, তাদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নুতন প্রজন্মের কাছে বলতে হবে। কারা এদেশকে স্বাধীন করতে রক্ত ঝড়িয়ে ছিল, কারা স্বাধীনতার বিরোধীতা করেছিল। কারা রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়াকে আরো মসৃণ করতে আমাদের মুক্তিযোদ্ধাদের সরব হতে হবে। সরকার রাজাকারদের তালিকা তৈরি করার কাজে হাত দিয়েছেন। এই তালিকা তৈরির জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
ইউএনও মো. আলী আফরোজের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উল্যা তপাদার, সহকারি কমান্ডার সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, প্লাটুন কমান্ডার মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ ভূঁইয়া, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহামেদ মজুমদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ।