রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ‘বাংলার মহানায়ক’ নাটকের মঞ্চায়ন

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনাদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বাংলার মহানায়ক’ এর সফল মঞ্চায়ন হয়েছে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রযোজনা বাংলার মহানায়ক নাটকটি দেখতে আসা দর্শকরা জানান, প্রবাসের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস এবং বাংলাদেশ সম্পর্কে জানতে এ ধরনের নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাটকটি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ মো. নুরুল ইসলাম, ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ঢাকা দোহারের চেয়ারম্যান মো. আবদুল জলিল বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জাহাঙ্গীর আলম মজুমদার প্রমুখ।
উপস্থিত দর্শক প্রবাসে এ ধরনের নাটক মঞ্চায়নে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
‘বাংলার মহানায়ক’ নাটকটি রচনা করেছেন নাট্যকার মিলন কান্তি দে। নাট্য নির্দেশনা, পরিচালনায় ছিলেন সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়। নাটকের নির্দেশক জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে মহামারী করোনায় বাংলার মহানায়ক নাটকের রিহার্সাল হয়েছে। নাট্যকর্মী সংকটসহ নানাবিধ সমস্যা মোকাবিলা করেই অবশেষে বাংলার মহানায়ক নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নাটকটি অনেক মানুষের সামনে প্রদর্শন করা সম্ভব হবে।
নাটকের মঞ্চ পরিকল্পনায় ছিলেন আরিফুর রহমান টিটু, কামরুজ্জামান, আবহ সংগীতে ছিলেন জামসেদ রানা ও দেলোয়ার হোসেন, কোরিওগ্রাফিতে রুবিনা সুলতানা, আলোক প্রক্ষেপনে সালাউদ্দিন আহমেদ, বাঁশিতে রফিক মন্ডল ও পোশাক হাফিজুল ইসলাম পলাশ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবি মসি সিরাজ, জাহাঙ্গীর আলম হৃদয়,আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, হাফিজুল ইসলাম পলাশ, আব্বাস উদ্দিন,এরশাদ আলী, সালাউদ্দিন আহমেদ, ভুপেন সরকার,সারা আজাদ, আবুল কালাম আজাদ, মাসুম বিল্লাহ, জোবায়ের আলম চৌধুরী, মো. নাজমুল হক, রবিউল হোসেন, মো. রানা, এমদাদুল হক, রাহিল সিরাজ, রওনক সিরাজ, শীতল আব্বাস, কমল আব্বাস, সুমাইয়া অথৈ, সাদিয়া আক্তার, নিবিড় হাফিজ, রাইনা সিরাজ প্রমুখ।
বাংলার মহানায়ক নাটকের সার্বিক সহযোগিতায় ছিল রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার ও রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র এটুআই, ইডিসি।

২৯ এপ্রিল, ২০২১।