মো. মশিউর রহমান
রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নুর হোসেন (৫৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া দাস বাড়ির কাছে তিনি দুর্ঘটনায় আহত হন।
জানা যায়, প্রধান শিক্ষক আলহাজ নুর হোসেন সোমবার বিদ্যালয়ের প্রয়োজনে কর্মস্থল রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন। বিকালে তিনি চাঁদপুরের উদ্দেশে সিএনজিযোগে যাচ্ছিলেন। ধানুয়া দাস বাড়ির মোড়ে পৌঁছলে সিএনজি চালক অসতর্কভাবে পিছন থেকে গিয়ে বালুর ট্রাকটিকে ধাক্কা মারে। এতে সিএনজি উল্টে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিক আহত প্রধান শিক্ষক আলহাজ নুর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান সদর হাসপাতালে তাঁকে দেখতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের সহযোগিতা করার কথা বলেন।
এছাড়া খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আলহাজ মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকরা চাঁদপুর সদর হাসপাতালে আহত প্রধান শিক্ষককে দেখতে যান। রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ নাজমুর রশীদ চৌধুরী ঢাকা থেকে আহত প্রধান শিক্ষক নুর হোসেনের খোঁজ-খবর নেন। তিনিসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ তাঁর সুস্থতা কামনা করেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ আহত প্রধান শিক্ষকের খোঁজ-খবর নিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন।
তিনি ও পরিবারের পক্ষ হতে সব শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দসহ সবার কাছে দোয়া চেয়েছেন। যেন মহান আল্লাহতায়ালা দ্রুত তাকে সুস্থতা দান করেন।
২১ আগস্ট, ২০১৯।