লকডাউনে চাঁদপুরের হাট-বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার
আগামি এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এদিকে করোনার সংক্রমণের ভয়াবহতা রোধে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (৬ এপ্রিল) শহরের বিভিন্ন হাট-বাজারগুলো ঘুরে মানুষের উপচেপড়া ভীড় চোখে পড়ে। তবে চোখে পড়েনি সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হাট-বাজারগুলোতে ক্রেতাদের যেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি, তেমনি দোকানীদেরও ছিলো একই অবস্থা।
ক্রেতারা বলছেন, এক সপ্তাহ লকডাউন। আবার সামনের রোজা। তাই অনেকেই মাসের ও রোজার বাজার একসঙ্গে করছেন। আবার দাম বেড়ে যাবার ভয়ে কেউ কেউ একসঙ্গে বাড়তি পরিমাণ পণ্যও কিনে নিয়েছেন। অনেকেই যেমন প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি পরিমাণে কাচা বাজার করছেন, তেমনি অনেকেই আবার কিনে রেখেছেন কাপড়-চোপড় কিংবা প্রসাধনীও।
এদিকে হাট-বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি বেড়ে যাওয়া শহরজুড়ে ছিলো অসহনীয় যানজট। যা স্থায়িত্ব ছিলো বিকেল পর্যন্ত।
চাঁদপুর শহরের পাল বাজার থেকে বের হওয়া আকবর আলী নামে এক ক্রেতা জানান, লকডাউন শুরু হয়েছে। আবার রমজান মাসও সামনের। শুনেছি জিনিসপত্রের দামও না কি বেড়ে যাবে। তাই বাড়তি কিছু কাঁচা বাজার ও মুদিপণ্য কিনে রাখলাম।

০৭ এপ্রিল, ২০২১।