শরীয়তপুর ব্যুরো :
‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শরীয়তপুর কাস্টমস ও ভ্যাট অফিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ভ্যাট কার্যালয়ের সামনে গিয়ে শেষে হয়। র্যা লি শেষে কার্যালয়ের হল রুমে ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী রাজস্ব কর্মকতা এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার রাজস্ব কর্মকতা মো. ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান ও পালং থানার এসআই মো. আনছার হোসেন।
এসময় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শরীয়তপুর চিকন্দী ফুট পাক’র পরিচালক মো. সোহাক মোল্লা, আল-মদিনার পরিচালক মো. এনামুল প্রমুখ।