স্টাফ রিপোর্টার :
শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দীন পাইক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
গতকাল বাদ আছর সখিপুর থানার চরভাগা পাইক বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমসহ শরীয়তপুরের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনীতিবিদ এবং মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনি, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দীন পাইকের মেঝ ছেলে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এরফানুল হক সুজন জানান, সকালে বাড়ির কাছেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ্য, মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দীন পাইক দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের ভগ্নিপতি। সাংবাদিক মাহবুবুর রহমান সুমন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।