শাশিয়ালী উবি’র শিক্ষক আবু তাহেরের দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের শাশিয়ালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মাস্টার গতকাল রাত সাড়ে ১২টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না……….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫১ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ বহু গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে যান।
গতকাল শনিবার দুপুর ২টায় জানাযা শেষে তাকে সানকিসাইর তপদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় অংশ নেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
জানাযায় আরো অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, গৃদকালিন্দিয়া স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বালিথুবা পূর্ব ইউপির চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাচ্ছুম মাস্টার, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাংবাদিক আবু তালেব সরদার, সাংবাদিক মো. জসিম উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, বাহাউদ্দিন খান বাহার, খোকন তালুকদার প্রমুখ।
০১ সেপ্টেম্বর, ২০১৯।