মোহাম্মদ হাবীব উল্যাহ্
শাহরাস্তিতে সড়কের পাশ পড়ে থাকা স্টিলের ড্রাম থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৯টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজাপুরা এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ড্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিউজ লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও গায়ে একটি টি-শার্ট (গেঞ্জি) রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এই যুবককে জবেহ করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। এসময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার (কচুয়া ও শাহরাস্তি সার্কেল) আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নান, সিআইডি পরিদর্শক আহসান হাবীব, পিবিআই পরিদর্শক মো. বাচ্চু।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকেই এই ড্রামটি রাস্তার পাশে পড়ে ছিলো। সন্ধ্যা পার হলেও ড্রামটি কেউ না নেয়ায় স্থানীয় যুবক ইলিয়াস ৯৯৯ নম্বরে ফোন দেন। এছাড়া স্থানীয়রাও শাহরাস্তি থানায় জানান।
পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামে মরদেহের বিষয়টি নিশ্চিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে পিবিআই, সিআইডি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রামটি খুলে জবেহ করা অবস্থায় রক্তাক্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।
এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
১১ নভেম্বর, ২০২০।