শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকাল ৩ টায় মেহের ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদ উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
সভায় উপস্থিত ডেলিগেট/কাউন্সিলরদের মধ্যে থেকে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জনের নাম প্রস্তাব করেন তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, ফরিদ উল্ল্যাহ চৌধুরী, হুমায়ন কবির মজুমদার, মোশারফ হোসেন পাটোয়ারী, রেজাউল করিম মিন্টু, অ্যাড. ইলিয়াছ মিন্টু ও খিজির হায়দার। ভাইস চেযারম্যান পদে তোফায়েল আহম্মেদ ইরান, সাইফুল ইসলাম মোল্লা, আবদুল মান্নান বেপারী, বাবুল মিজি, শাহ এনামুল হক কমল, আনোয়ার হোসেন ও ওমর ফারুক পাটোয়ারী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার কাজল, শামছুন নাহার ও আয়েশা রেদোয়ান শিমুর নাম প্রস্তাব করা হয।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানায়, শাহরাস্তি-হাজীগঞ্জের অভিভাবক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ ৩ সদস্য কমিটি কেন্দ্রিয় আওয়ামী লীগের সাথে সমন্বয় করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবেন।
