শাহরাস্তিতে শ্যামল বন্ধু ভট্টাচার্যের পরলোকগমন

উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মেহার কালীবাড়ী কার্যকরী সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপলতা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও মেহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্যামল বন্ধু ভট্টাচার্য্য পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টার হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান।
বুধবার রাতে তার বাড়ি শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম উপলতা সর্বববিদ্যা বাড়ির পারিবারিক শ্মশানে শেষকৃত্য করা হয়।
তার মৃত্যুতে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ, শাহরাস্তি প্রেসক্লাব, মেহার কালীবাড়ী কার্যকরী সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপলতা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, তার প্রাক্তন কর্মস্থল মেহার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।