নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুর বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঐ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ মো. বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আকতার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মজুমদার সাজু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গির আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মো. আনিছ, অ্যাড. মো. কামাল হোসেন, পৌর যুবদল সভাপতি তাজুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খোকন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক জোবায়ের আল নাহিয়ান রাজু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান স¤্রাট, তাঁতী দল নেতা শাহআলম মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সামনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যখন দলীয় কার্যক্রম নিয়ে নেতারা ব্যস্ত থাকার কথা। ঠিক তখনই কিছু লোক বিশৃংখলা সৃষ্টি করে দলের ক্ষতির করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সম্প্রতি একশ্রেণির কুচক্রী মহল জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নাম ভাঙ্গিয়ে কম্পিউটার কম্পোজকৃত কিছু নামের তালিকাকে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটির বলে প্রচার করছে। আমরা এটাকে দলীয় কমিটি মনে করে আহ্বায়ককে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা কেন্দ্রিয় মহাসচিব পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় কমিটি রদ-বদলের নিয়ম নেই। মাত্র ২ মাসের মাথায় চলমান কমিটি বাতিলের কোন সুযোগ নেই। এছাড়া দলীয়ভাবে একটি কমিটি অনুমোদনের জন্য জেলার প্যাড, সিলমোহর ও অন্যান্য যুগ্ম আহ্বায়কদের সুপারিশকৃত স্বাক্ষর থাকার কথা। উড়ো চিঠির মতো যে কমিটির তালিকা শাহরাস্তির সর্বত্র ছড়িয়ে দেয়া হয়েছে তাতে কোন কিছুই পরিলক্ষিত হয়নি। এটি নিছক জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দকে বিতর্কিত ও অসম্মান করার অপপ্রয়াস মাত্র। আমরা সকল জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের ওইসব উড়োচিঠির মতো উড়ে আসা কমিটির কথায় কান না দিয়ে আগামি নির্বাচনে যিনি মনোনয়ন নিয়ে আসবেন তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই। বর্তমান কমিটি সক্রিয় ও সচল রয়েছে। গুজবে কান না দিয়ে এ কমিটির মাধ্যমেই আগামি নির্বাচনী সব কর্মকা- পরিচালিত হবে।

