নোমান হোসেন আখন্দ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর নিজের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানসহ সব জনগোষ্ঠীর কাছে সাহয্যের জন্য হাত বাড়িয়েছেন শাহরাস্তি উপজেলার এক সময়ের দর্জি দোকানী উত্তম কুমার দাস। উত্তম কুমার দাস, পিতা: নারায়ন চন্দ্র দাস, মা: মায়া রাণী দাস, গ্রাম: নিজমেহার, হোল্ডিং ৯০, ওয়ার্ড ০৮, শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি, চাঁদপুর।
উপজেলার প্রানকেন্দ্র মেহার কালীবাড়ী বাজারের এক সময়ের জমজমাট দর্জি দোকানী উত্তম কুমার সময়ের আবর্তে কঙ্কালসার দেহ নিয়ে নিজের জীবন বাচাঁতে আজ যুদ্ধ করছেন। ৪ বছর যাবৎ ফুসফুস ইনফেকশান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয়ে হারিয়েছেন সব সম্পদ। বর্তমানে তার একটি ফুসফুস অকেজো হয়ে পড়েছে। অপর ফুসফুসেও ইনফেকশান দেখা দিয়েছে। বর্তমানে সে ঢাকার মহাখালীস্থ জাতীয় বক্ষব্যাধী ইনিস্টিটিউটে মেডিসিন বিভাগের ৩/৪ ন-১৪ কেবিনে ডা. মফিজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তমের ১ মেয়ে, ১ ছেলে, স্ত্রী, বৃদ্ধ বাবা-মাসহ অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। তার চিকিৎসা ব্যয় হিসেবে ৫ লক্ষাধিক টাকা লাগবে চিকিৎসকরা জানিয়েছেন। তার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা খরচ চালানো সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবানসহ সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নং ০১৭২৭১৬১৮২৮ (উত্তম, পারসোনাল)।
০৩ অক্টোবর, ২০১৯।
