নোমান হোসেন আখন্দ
শাহ্রাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত সোমবার দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্তকর্তার কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাদ জোহর তার নিজ বাড়ি সাহাপুর পারিবারিক কবর স্থানে তার মায়ের কবর জিয়ারত ও হযরত বোগদাদী শাহরাস্তি (র.) এর মাজার জিয়ারত করেন।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন শাহ্রাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহছান উল্যাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইন উদ্দিন, জহিরুল ইমলাম, মৎস্য কর্মকর্তা শামছুজ্জামান মাসুম, সমাজ সেবা কর্মকতা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগসব সহযোগী সংগঠন ও শাহ্রাস্তি উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
পরে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ শাহ্রাস্তি উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

