পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা
প্রেস বিজ্ঞপ্তি
হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. সাহাদাত হোসেন এক মাস যাবত অসুস্থ। জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন ঢাকার মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
জানা যায়, শিক্ষাবিদ সাহাদাত হোসেন Sino-nasal mass, Squamous cell carcinoma grade-2 রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি থেকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম খোরশেদ আলমের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি (ENT Oncology, Jr. Consultant, Dr. Tariqul Islam) অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষাবিদ মো. সাহাদাত হোসেন যাতে করে সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন এ জন্য তার মেঝো ছেলে রেজাউল করিম সবার কাছে দোয়া কামনা করেছেন। সে তার বাবার আশু রোগ মুক্তির জন্য তার কর্মজবীনের সহকর্মী অগণিত শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীসহ সর্বসাধারণের কাছে দোয়ার এ আকুল আবেদন জানিয়েছেন।
মো. সাহাদাত হোসেন রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য, শিক্ষক মো. সাহাদাত হোসেনের মেঝো ছেলে রেজাউল করিম দৈনিক ইল্শেপাড়ের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক, বাংলা টিভির সাবেক চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক।